
মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ ভোটার বাদ দেওয়ার দাবিতে ভোট বর্জনের ডাক দিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির একাংশ। আবুল হোসেন-নুর আলম-রেজাউল করিম প্যানেল মঙ্গলবার বিকালে গাজীপুর বাজারে ওই সাংবাদিক সম্মেলন করেন। ভোটার তালিকা প্রকাশ না করে ভোটের তারিখ ঘোষণা, অবৈধ আওয়ামী লীগ ভোটার বাতিল এবং অযৌক্তিক ভাবে ৩১ আগস্টের ভোটের তারিখ ২৯ আগস্ট করায় প্যানেলটি সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষনা দেন। ভোটে সভাপতি প্রার্থী আবুল হোসেন আবু লিখিত বক্তব্যে এসব দাবী তুলে ধরেন। এসময় উদ্দেশ্যেমূলক এবং ব্যক্তির এজেন্ডা বাতিল, আওয়ামী পরিবারের সদস্যদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিক ত্যাগী এবং নির্যাতিত বিএনপির তৃণমুলের নেতাকর্মীদের দিয়ে নতুন ভোটার তালিকা তৈরী করে পুনরায় ভোটের তারিখ ঘোষনা করার দাবী জানান । এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নির্বাচনে দায়িত্বরত রির্টানিং কর্মর্কতা মনির হোসেন হাওলাদার বলেন, দলীয় নির্দেশনা ও বিধি অনুযায়ী নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা হযেছে। কোন অনিয়মের অভিযোগ থাকলে এবং কেউ লিখিত অভিযোগ করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।