
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জে পানিতে পড়ে আব্দুল্লাহ ইউসুফ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার ৭ নং দরবেশপুর ইউনিয়নের আলিপুর গ্রামের বেপারী বাড়িতে।শিশুটির বাবা মোজাম্মেল হোসেন জানান প্রতিদিনের মতো ইউসুফ বিকেল বেলা খেলতে বের হয়।কিন্তু সন্ধ্যার পরও ইউসুফ যখন ঘরে ফিরে নাই তখন আমরা ইসুফের খোঁজে বের হই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি ডোবাই ইউসুফকে খুঁজে পাই,দ্রুত তাকে সরকারি হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ধারণা করা হচ্ছে ইউসুফ পা ফসকে ঐ ডোবায় পড়ে যায়। এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।