মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের দিনমজুর নান্নু হাওলাদারের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত রাতের আঁধারে দূর্বৃত্তরা এ অগ্নিসংযোগ করেন।
নান্নু হাওলাদার জানান- রাত আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে। তাদের আগুন দিয়ে পুড়িয়ে হত্যার জন্যই এ ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। আগুন দেয়ার পর ধোয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় ঘুম ভেঙে যায় তাদের। টের পেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও ঘরের একাংশ পুড়ে গেছে। তবে পুরো ঘরটি তারা রক্ষা করতে করতে পেরেছেন। এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই দিনমজুরের পরিবার। রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন- অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।