
মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠির রাজাপুরে কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার -১৬ অক্টোবর- সকাল ১০টায় রাজাপুর প্রেসক্লাবের হল রুমে কেক কেটে পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- রাহুল চন্দ।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. ইসমাইল হোসেন- উপজেলা বিএনপির সভাপতি এড. তালুকদার আবুল কালাম আজাদ- উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ- উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ। অনুষ্ঠানে আবু সায়েম আকন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালবেলার রাজাপুর উপজেলা প্রতিনিধি গোপাল কর্মকার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।