
আহম্মেদ আল ইভান,
রাজবাড়ীর গোয়ালন্দে র্যাব-১০ এর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে- অদ্য ২৬/০৮/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন উত্তর কাউলজানি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে উত্তর কাউলজানিস্থ মোঃ শহিদ শেখ (৫৮), পিতা- মৃত রুস্তম আলী শেখ এর বসতঘরের সামনে খড়কুটোর স্তুপ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১০ সব সময়ই সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই একটি অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।