
বিজয় চৌধুরী, ঢাকা,
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে বিএনপির ঢাকা–৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন সরকারবিরোধী তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রভাব আর চলতে দেওয়া হবে না।
শনিবার দুপুরে আয়োজিত সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইশরাক অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনী প্রক্রিয়া নষ্ট করার জন্য গোপনে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তার দাবি— “শেখ হাসিনা দেশের নির্বাচন ঠেকাতে গুপ্ত অপতৎপরতাকে প্রশ্রয় দিচ্ছেন।”
বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর ভেতরকার দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন—
“আমাদের অভ্যন্তরীণ বিভেদই সবচেয়ে বড় দুর্বলতা। জুলাই আন্দোলনে যারা এক হয়েছিল, সেই ঐক্য ভেঙে গেলে বহিঃশক্তি সুযোগ নেবে এবং দেশকে করদ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে।”
ইশরাক আরও বলেন,
“দেশের ভবিষ্যৎ রক্ষায় মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে এগোতে হবে। স্বাধীনতার চেতনা রক্ষা করতে জাতীয় স্বার্থই মুখ্য।”মুক্তিযুদ্ধের প্রজন্ম ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বক্তারা গণতন্ত্র, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও জাতীয় ঐক্যকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।
























