
রাজধানীর কদমতলীতে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
রবিবার ৪ অক্টোবর বিকালে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন ড. মোহাম্মদ জগলুল কবির।
তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এদিন বিকালে শতাধিক নেতা কর্মী নিয়ে কদমতলী থানাধীন সুফিয়া হাসপাতালের সামনে থেকে মোহাম্মদ বাগ চৌরাস্তায় পর্যন্ত নৌকার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা শেষ করেন। পরে তিনি এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের দোয়ায় ঢাকা ৪ আসনের সংসদ নির্বাচন করতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আগামী সংসদ নির্বাচনে ঢাকা ৪ আসনে আমাকে নমিনেশন দেয় তাহলে আপনাদের ভোটে জয় লাভ করব। তিনি আরো বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি ঢাকা ৪ আসনের এমপি নির্বাচিত হই, তাহলে আমার নিজের ভাগ্যর পরিবর্তন হবে না। আমি এলাকার মানুষের ভাগ্যর উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। দীর্ঘ প্রায় ১০ বছর এই ঢাকা ৪ আসনের সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টি সৈয়দ আবু হোসেন বাবলা। তার জন্য এই আসনে আওয়ামী লীগের নেতা কর্মীরা অভিভাবক হীন ছিল। এবার আর সেই সুযোগ হবে না। এই আসন থেকে আওয়ামী লীগ সংসদ নির্বাচন করবে এবং বিপুল ভোটে জয় লাভ করবে।
এ প্রচারনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ ,কদমতলী থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক হাজী মাসুদ রানা ,শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ট্রেজারার মোঃ গুলজার হোসেন ,ইউনিট আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মাল ,ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরগি্স আক্তার ,ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম ঢালী ,ইউনিট আওয়ামী লীগের সভাপতি রেহানা পারভিন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম,কাউসার হাওলাদার,ইউনুস সহ অসংখ্য নেতা কর্মীগণ।