
নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের স্থিতিশীলতার জন্য আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অপরিহার্য। চলতি মাসেই দলের ৩’শ আসনের প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। তবে তিনি অভিযোগ করেছেন, একটি দল গণভোটকে ইস্যু হিসেবে দেখাচ্ছে, আরেকটি দল সংস্কার কার্যক্রম ব্যাহত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, “জামায়াত বর্তমানে গণভোটকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছে। এর সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন। যদি নোট অব ডিসেন্ট থাকে, তাহলে গণভোট বা ঐক্যমতের কোনো অর্থ থাকে না।”
তিনি আরও বলেন, “নির্বাচন ও সংস্কার—দুটি আলাদা কার্যক্রম। যদি কোনো দল সংস্কারের পক্ষে না থাকে, তবে তাদের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়।”
জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। সংস্কার ও দাবির ক্ষেত্রে যদি কোনো দলের সঙ্গে মিল বা সমঝোতার সুযোগ থাকে, এনসিপি তা স্বাগত জানাবে।”

























