মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
মোংলায় উদ্বোধন করা হয়েছে তারুণ্যের উৎসব। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পৌর শহরসহ উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।
মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন মোংলার সহযোগীতায় ও মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা আফিয়া শারমিন।
এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, মোংলা পোর্ট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান- প্রশাসনিক বিভাগের রনি শেখ, স্যানিটারি ইন্সপেক্টর এস এম বাদলসহ গণমাধ্যম কর্মী, উপজেলা ও পৌরসভার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী চলা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।