
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৭ জন কর্মচারী কর্মকর্তা বদলিজনিত কারণে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল), বিকেল ৪ টার দিকে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি’র নিজস্ব হলরুমে এই বিদায় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, ডিজিএম কারিগরি শ্যামল কুমার মল্লিক, গাংনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় চন্দ্র কুন্ডু, এজিএম কম তিতাস হোসেন, এজিএম কম -এনছি জেরিন আক্তার, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার মোজাম্মেল হোসেন, তাজুল ইসলাম, বামুন্দী জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক দেলোয়ার হোসেন, মুজিবনগর জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক এ কে আজাদ ও গাংনী জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক আব্দুল কাদের।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন জাকির হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণও বক্তব্য রাখেন।
জেনারেল ম্যানেজার তিনার বক্তব্যে বলেন, আজকে যিনারা বদলি হলো প্রত্যেকটা অফিসার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম-শৃঙ্খলার মধ্যে চলাফেরা করেছে। যেহেতু এটা চাকরিজনিত বদলি তাই বদলি হতে হবে, এতে মন খারাপের কিছু নেই। বদলিকৃতরা যেখানেই যাক না কেন তিনাদের জন্য সার্বিক মঙ্গল কামনা করেন জেনারেল ম্যানেজার।