
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরের আমঝুপি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন সেবনের সময় ফরহাদ হোসেন -২০- নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার -১৯ এপ্রিল-, সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠি পাড়ায় অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহার নাথ, সাব ইন্সপেক্টর মদন মোহনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আমঝুপি নীলকুঠি এলাকা থেকে হেরোইন সেবন করার সময় ফরহাদকে আটক করতে সক্ষম হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টিম কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয। পরে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামী ফরহাূকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১’শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ড কার্যকরকরণ শেষে ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।