স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরে হারানো ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।
বুধবার -১ জানুয়ারি- বেলা ১১ টার দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
মেহেরপুর সদর থানার ৩৪ টি- গাংনী থানার ৪৫ টি এবং মুজিবনগর থানার ২ টি সর্বমোট ৮১ টি উদ্ধারকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। মেহেরপুর সদর- গাংনী এবং মুজিবনগর উপজেলা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্তে ভুক্তভোগীদের জেনারেল ডায়রী তথা জিডির কার্যকারিতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর কর্তৃক ডিসেম্বর মাসে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার -অর্থ ও প্রশাসন- জামিনুর রহমান খাঁন- অতিরিক্ত পুলিশ সুপার -সদর সার্কেল- আব্দুল করিম- অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা গোপাল কুমার- অফিসার ইনচার্জ সদর থানা মেজবাহ উদ্দীন- সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সকল সদস্যসহ মেহেরপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট- ইলেক্ট্রনিক্স ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে- মেহেরপুর জেলায় মোবাইল ফোন হারানো সংক্রান্তে থানায় কোন সাধারণ ডায়েরী হলে প্রকৃত মালিকগণের তদবির বা যোগাযোগ ব্যতিরেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুরের সকল দক্ষ সদস্যগণ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে প্রচলিত আইন ও বিধি অনুসরণ পূর্বক এই উদ্ধার কাজ করে থাকেন। ভবিষ্যতে ও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।