
স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুর জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল), দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ, মেহেরপুর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মেহেরপুর জেলার সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। একই সময়ে সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে মেহেরপুর জেলার সকল শ্রেণির নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং ২০২৫ সালের মার্চ মাসের মাদকদ্রব্য উদ্ধার, সাজা ওয়ারেন্ট তামিল, আসামী গ্রেফতার এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয় । মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।