স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
শেখ হাসিনার প্রহসন মামলায় বিনা বিচারে ১৬ বছর আটক নিরপরাধ বি.ডি.আর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত বি.ডি.আর সদস্যদের পূর্ণবহালের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার -১২ জানুয়ারি- বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বি.ডি.আর কল্যাণ পরিষদ ও মেহেরপুর জেলা ক্ষতিগ্রস্থ বি.ডি.আর সদস্য আয়োজিত মানববন্ধন শেষে লিফলেট বিতরণ ও মেহেরপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় প্রধান সমন্বয়ক গিয়াস উদ্দিন- সমন্বয়ক হাবিবুর রহমান, বি.ডি.আর সদস্য নাহিদ- বিল্লাল হোসেন ও বিডিআর সদস্য প্রতিকসহ বি.ডি.আর পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রাক্তন বিডিআর সদস্যরা বলেন- পিলখানার হত্যাকান্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতাসহ প্রকৃত হত্যাকারীদের বিচার দেশের ১৮ কোটি জনগণের প্রাণের দাবি।
তিনারা তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেপ্তার ও অন্যায় ভাবে গণহারে সাজা প্রাপ্ত সকল বিডিআর সদস্যদের পক্ষে তিন দফা দাবি তুলে ধরেন।
দাবী সমূহ নিম্নরূপ-
-১-পিলখানায় নির্মমভাবে হত্যাকান্ডের শিকার ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকান্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা এবং যে সকল বিডিআর সদস্যর সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তি।
-২-প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা -যেমন- রেশন- বেতন ভাতাদি- পদোন্নতি- সহ পুণরায় চাকুরীতে পূনর্বহাল বা যোগদান।
-৩- তদন্ত কমিশনকে স্বাধীন- নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর -ঙ- ধারা অবশ্যই বাদ দিতে হবে।
এ দাবী সমূহ এদেশের ১৮ কোটি গণ মানুষের দাবী, সুশীল সমাজের দাবী বলে জানিয়েছেন প্রাক্তন বিডিআর সদস্য ও তাদের পরিবার।