জন অমৃত মন্ডল
মুজিবনগর প্রতিনিধি।।
মুজিবনগরের শিক্ষকের কন্ঠস্বর- শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার- স্লোগানে শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০:৩০ টায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার – ইউ এনও- খায়রুল ইসলাম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। মুজিবনগর উপজেলা বিশ্ব শিক্ষক দিবসে র্যালীতে উপস্থিত ছিলেন মো: মামুন উদ্দিন আল আজাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার- ভারপ্রাপ্ত- মো: আজিজুল হক- প্রধান শিক্ষক জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়- মো:আনারুল ইসলাম- প্রধান শিক্ষক- দারিয়াপুর বালিকা বিদ্যালয়- এস- এম আব্দুস সালাম- প্রধান শিক্ষক- আদর্শ মাধ্যমিক বিদ্যালয়- শিবপুর- মো: ইজারুল ইসলাম- প্রধান শিক্ষক- মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়- মো: শফিকুল ইসলাম- প্রধান শিক্ষক- মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়- মো: মাহবুবুল আলম-প্রধান শিক্ষক- মো: ওমর খৈয়াম উষা- প্রভাষক- মুজিবনগর আদর্শ মহিলা কলেজ- র্যলীতে আরো উপস্থিত ছিলেন মুজিবনগরে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিকর্য- শিক্ষিকা বৃন্দ।