
সরিষাবাড়ী -জামালপুর- প্রতিনিধি।।
স্মার্ট বাংলাদেশ বির্নিমান ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের দলকে পূনরায় নির্বাচিত করতে জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নৌকার পক্ষে থাকার প্রতিজ্ঞা করেন শতাধিক বীর মুক্তিযোদ্ধা।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে পৌর এলাকায় আরডি়এম পাইলট উচ্চ বিদ্যালয় হল মিলনায়তনে এ মতবিনিময় সভায় আয়োজন করে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেন সাবেক কমান্ডার জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক প্রকৌশলী আহবুবুর রহমান হেলাল।
এতে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযুদ্ধের তোফাজ্জল হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাজী ফজলুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন দলকে আর রাষ্ট্রিয় ক্ষমতায় আনা যাবেনা। বাংলাদের মাটিতে কোনো জ্বালাও-পুড়াও করতে দেওয়া হবেনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে থাকার প্রতিজ্ঞা করেন বীর মুক্তিযোদ্ধারা।