মোঃরুবেল মিয়া
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল মির্জাপুরে বিভিন্ন ইউনিয়নে মাদ্রাসায়
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । শনিবান -১১জানুয়ারি- সারা দিন বিভিন্ন মাদ্রাসায় ঘুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কর্মিটি সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব এর ব্যক্তিগত তহবিল হতে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়।
হটাৎ বিকাল বেলায় কম্বল পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এসময় মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হরয়ত আলী মিয়া- উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন পিন্স- সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি খন্দকার মোবারক হোসেন- সাবেক উপজেলা ছাএদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফুজ্জামান শাহিন-সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক কর্মিটির সদস্য আবু রায়হান হোসেন- গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হোসেন-বানাইল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদের- নেতা সুজন আরো কয়েকজন উপস্থিত ছিলেন। সাঈদ সোহরাব-
গোড়াই ইউনিয়নে আফসার আলী সরকার এতিমখানা- ভাতগ্রাম ইউনিয়ন ইচাইল হাফেজিয়া মাদ্রাসা,বানাইল ইউনিয়ন গল্লী নূরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা,মোমেনা বাসেদ নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা- কাওয়ালীপাড়া- মহেড়া ইউনিয়নে হিলরা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা,ও থলপাড়া মাদ্রাসায় সকল শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন ও অসুস্থ সাবেক প্রধান মন্ত্রী, বিএনপির চেয়ারপোরর্সন বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
তীব্র এই শীতে মাঝে মাদ্রাসা ছাত্রদেরকে কম্বল উপহার দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কর্মিটির সহ -সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব এর
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসার মোহতামিমরা।