
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে কলেজ মাঠে সমবেত হতে থাকেন। পরে সেগুলো একত্রিত হয়ে বিশাল মিছিলে রূপ নেয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলীএজাজ খান রুবেল চৌধুরী, বাবুল বকসী, ডিএম শওকত আকবর, সাইদুর রহমান খান সাঈদ, জুলহাস মিয়া, শফিকুর রহমান বাবুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম, আলতাফ মিয়া, আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, জসিম উদ্দিন খান, আলম মৃধাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র সভাপতি-সম্পাদক এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।