
নিউজ ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
আদালত মাহবুব উল আলম হানিফের মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের তারিখ হিসেবে আগামী ২৫ নভেম্বর নির্ধারণ করেছেন। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
এই মামলার অন্যান্য আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। তারা সবাই পলাতক, এবং আদালত তাদের জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
এদিকে, চানখারপুলে ৬ জন হত্যার ঘটনায় ১৩তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এর আগে এই মামলায় ২০ জন সাক্ষ্য দিয়েছেন।

























