
মোঃ মাছুম বিল্লাহ, ঢাকা আলিয়া প্রতিনিধি:
সম্প্রতি রাজধানীর খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা তে জোহরের নামাজ শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই দুঃখজনক দুর্ঘটনায় স্কুলটির একাধিক শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান এবং অনেকে গুরুতর আহত হন। গোটা দেশজুড়ে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। জাতির মেধা ও ভবিষ্যৎ নির্মাতাদের এমন অনাকাঙ্ক্ষিত ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় দুঃখ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, উপাধ্যক্ষ মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা অধ্যাপক মোঃ মনজুরুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজালাল, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুম বিল্লাহ, হল প্রভোস্ট মাসুম বিল্লাহ ও অন্যান্য শিক্ষকসহ ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য ও সহনশক্তি কামনা করা হয়।
এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সেই প্রার্থনাও জানানো হয় দোয়া শেষে। পাশাপাশি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।