
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। চোখে পানি, মনে গভীর শোক আর হতবিহ্বলতা ঘুরপাক খাচ্ছে সবার। এই শোকের মুহূর্তে গানে সাময়িক বিরতি ঘোষণা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
দুর্ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নেমে এসেছে নিস্তব্ধতা। এমন সময়ে নেটিজেনদের নজরে আসে ইমরান মাহমুদুলের একটি পোস্ট। বুধবার বিকেলে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন— ‘The show must go on’।
তবে এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, ‘ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’