
নুর মোহাম্মদ,কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা জেটি ঘাটে অভিযান চালিয়ে ২ টি দেশীয় বন্দুকসহ তিনজন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মঙলবার ২ সেপ্টেম্বর।
আটককৃত হলো কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের আলীর জাহাল এলাকার এস এম পাড়ার মৃত সুলতান আহম্মদের স্ত্রী দিলবার বেগম (৬০) ও মৃত আব্দুল হাকিম স্ত্রী গোলবাহার খাতুন (৬৫), ৭নং ওয়ার্ডের দক্ষিণ পাহাড়তলীর মোহাম্মদ হোসেনের পুত্র সাইফুল ইসলাম(২৫)। তারা সবাই কক্সবাজার পৌরসভার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।