
কক্সবাজার অফিস:
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে কালারমারছড়ার শীর্ষ সন্ত্রাসী আনছার উল্লাহ ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
মহেশখালী থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার পুলিশ পরিদর্শক-তদন্ত প্রতুল কুমার শীল এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনছার উল্লাহর অস্ত্র বেচাকেনার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার শহরের ৬ নম্বর রাস্তার মাথা থেকে সহযোগী দেলোয়ারসহ আনছারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কালারমারছড়ার আঁধারঘোনা থেকে কার্তুজসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।