অরবিন্দ রায়।।
নরসিংদীর মনোহরদীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়াপত্র না থাকায় দুটি ইটভাটায় অভিযান চালিয়ে নগদ ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। সেই সাথে ইট ভাটা গুলোর ইট তৈরির স্থাপনা ভ্যাকু দিয়ে গুড়িয়ে ফেলা হয়।
আজ মঙ্গলবার-৩০ জানুয়ারী-পরিবেশ অধিপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে মনোহরদীর বড়চাপা এলাকার নিউ ইমরান ব্রিকসের মালিককে নগদ ৩ লাখ টাকা ও একই এলাকার মেসার্স শামিম কইন্সট্রাকশনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায় সহকর্মী পরিচালক মুনসুর মোল্লা পরিদর্শক সমর কৃষ্ণ দাস সহ র্যাব পুলিশ ফায়ারসার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা জানান জেলা জুড়ে অবৈধ ইটভাটার উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।