
আঃ হামিদ( মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক ইয়াবা ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের ইয়াবা ব্যবসায়ী মাহফুজ বিক্রির উদ্দেশ্যে ৫৪ পিছ ইয়াবা অন্যত্র নিয়ে যাওয়ার সময় প্রশাসনের কাছে হাতেনাতে আটক হয়৷ আটকের সময় অভিযান পরিচালনা করে তার হেফাজতে থাকা ৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামী মাহফুজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (মাদক) মোতাবেক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন। উক্ত সময় উদ্ধারকৃত ইয়াবা জনসম্মুখে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিম। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টীম ও মধুপুর থানা পুলিশ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ও মোবাইল কোর্ট জোড়দার করা হবে।