
মোঃসাব্বির হাসান,মণিরামপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যশোরে আগমন উপলক্ষে মণিরামপুরে যৌথ প্রস্তুতি সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি।
উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ১৫ই ফেব্রুয়ারি শনিবার বিকালে আয়োজিত এ প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহব্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
মণিরামপুর উপজেলা বিএনপির নব নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু মুসা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম,সাধারন সম্পাদক এড.মকবুল ইসলাম,বিএনপি নেতা আব্দুল হাই,উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদ,সিনিয়র যুগ্ম-আহব্বায়ক মোঃ মুক্তার হোসেন,যুগ্ম-আহব্বায়ক আয়ুব আলী,যুগ্ম-আহব্বায়ক মাসুদ পারভেজ রুবেল, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী, যুগ্ম-আহব্বায়ক বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান, পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ কামরুজ্জামান সহ উপজেলা ও পৌর বিএনপির কৃষকদল,শ্রমীকদল,সেচ্চাসেবকদল এবং বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
রাজনৈতিক প্রেক্ষাপটে সাংগঠনিকভাবে মণিরামপুর উপজেলা বিএনপির যৌথ এ প্রস্তুতি সভায় আগত অথিতিসহ স্থানীয় নেতা কর্মীরা একমত পোষন করে চলতিমাসের ১৮ই ফেব্রুয়ারী যশোর টাউনহল ময়দানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশে যে কোন ভাবে সকলের উপস্থিতি শতভাগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।