মো: সোহেল ভোলা
জেলা প্রতিনিধি।।
মৎস্য সম্পদ মা ইলিশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী
মঙ্গলবার ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে বলে জানতে পারে বাংলাদেশ নৌবাহিনী।
এ প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী- কোস্টগার্ড- উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন অবৈধ জাল জব্দ করা হয়- যার আনুমানিক মূল্য টাকা ৩,৪১,৯৫,০০০/০০ -টাকা তিন কোটি এক চল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা-। অভিযানে আটককৃত ০২ জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
৯ অক্টোবর সাড়ে ১০ টায় ভোলা ভেদুরিয়া ঘাটে বাংলাদেশ নৌবাহিনী লেফটেন্যান্ট মুফতাদি ইসলাম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান- অভিযান চলাকালীন আঞ্জুরহাট বাজারের ০৬টি দোকান ও শশীভূষণ এলাকায় ০৪টি দোকান তল্লাশী করে ০২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল- ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল- ২৫০ পিস চায়না চাইজাল- ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।