
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছে। অদ্য ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে পাসপোর্ট করতে আসেন আব্দুল আজিজ নামে এক ব্যক্তি। কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
পরবর্তীতে রোহিঙ্গা শরণার্থী তালিকা যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, তার প্রকৃত নাম আজিজ খান, পিতা— সালামত খান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে ফতুল্লা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মুন্সিগঞ্জ জেলার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার ঠিকানা প্রদান করে পাসপোর্ট আবেদন ফরম জমা দিয়েছিলেন। এছাড়া নিজেকে হাফেজ পরিচয়ও দিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, টাকা দিয়ে জাল এনআইডি ও অন্যান্য কাগজপত্র তৈরি করে পাসপোর্ট করার উদ্দেশ্যে অফিসে এসেছিলেন।
























