
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অবস্থিত ব্রহ্মপুত্র নদে প্রতিবছরের ন্যায় এই বছরেও পুণ্যস্নানের জন্য ভীড় জমিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী লক্ষাধিক পূর্ণার্থী।
শনিবার -৫ এপ্রিল- ভোর ৪ টা থেকে শুরু হওয়া এই পুণ্যস্নান বিকেল ৫ টা পর্যন্ত চলবে।
আয়োজকরা জানান, চৈত্র মাস অষ্টমী তিথিতে নিজেদের পাপ মোচনের জন্য ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা।
চিলমারী উপজেলায় অবস্থিত রমনা বন্দরের ব্রহ্মপুত্র নদের অংশ থেকে পুটিকাটা পর্যন্ত আনুমানিক ২ কি.মি. এলাকায় জুড়ে নদের তীরবর্তী এলাকায় এই অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।
চিলমারী উপজেলায় অবস্থিত রমনা বন্দরের ব্রহ্মপুত্র নদের অংশ থেকে পুটিকাটা পর্যন্ত আনুমানিক ২ কি.মি. এলাকায় জুড়ে নদের তীরবর্তী এলাকায় এই অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।
এই উৎসবে অংশগ্রহণ করতে রংপুর অঞ্চলের ৮ জেলা ও দেশের অন্যান্য জেলা থেকে আসা পুণ্যার্থীরা একদিন আগে থেকেই চিলমারীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীদের রাত্রিযাপনের জন্য প্রায় ২২টি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এছাড়াও রয়েছে ৪৪ টি অস্থায়ী বুথ। এগুলোতে স্নানের পর পুণ্যার্থীদের পোশাক পরিবর্তনের ব্যবস্থাও রাখা হয়েছে।
পূজাপর্বের জন্য দায়িত্বে রয়েছেন প্রায় ২ শ ব্রাহ্মণ পূজারি।
পূজাপর্বের জন্য দায়িত্বে রয়েছেন প্রায় ২ শ ব্রাহ্মণ পূজারি।
এদিকে উপস্থিত সকলে যেন নির্বিঘ্নে এই স্নানে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে ও তাদের নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানস্থলে রয়েছেন ১৮১ জন পুলিশ সদস্য ও কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি উপস্থিত রয়েছেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।