মোঃ আরিফুল ইসলাম
কুমারখালী- কুষ্টিয়া।।
কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেসময় সমন্বয়করা জানান- আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই । ইতিমধ্যেই আমরা কুমারখালীতে বাজার মনিটরিংএর কায্যর্ক্রম চলমান রেখেছি- ফুটপাত- সিএনজি স্টান্ডের দীর্ঘ দিনের চাঁদাবাজি বন্ধ করেছি। কুমারখালী সরকারি কলেজে সকল ধরনের রাজনীতি বন্ধ ঘোষনা করা হয়েছে, পৌর পার্ক উনমুক্ত করা হয়েছে বলেও বক্তব্যে জানান সমন্বয়করা। এছাড়াও জনগনের দীর্ঘ দিনের দাবির পেক্ষিতে সৈয়দ মাসুদ রুমী সেতু থেকে টোল আদায় বন্ধ ঘোষনা করা হয়েছে ।
মতবিনিময় সভায় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান আলী খান- সমন্বয়ক কামরুজ্জামান সোয়াদ- মাহিন বিশ্বাস- সহকারী সমন্বয়ক আফ্রিদি জামান- মাশরাফুল ইসলাম তিহা- কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার- সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ বক্তব্য রাখেন। সেসময় কুমারখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।