
গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ দিনাজপুর,
দিনাজপুরের বীরগঞ্জে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা অফিসার্স হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান আঙ্গুর, মীর কাশেম লালু, হাসান জুয়েলসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও তরুণ উদ্যোক্তারা।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। শেষে প্রতিনিধি সোহেল আহম্মেদ সকলের দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।