
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলার বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।তাদের শাস্তি কার্যকরের জন্য খুনিদের দেশে ফিরিয়ে আনাটাই আবশ্যক বলেও তিনি জানান।
তিনি মঙ্গলবার সকালে শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরুর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৫ আগষ্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্বাচনী এলাকা গাজীপুর ১ আসনের কালিয়াকৈর উপজেলার ২৬৫টি গ্রামে আওয়ামীলীগের গ্রাম কমিটির উদ্যোগে আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। মন্ত্রী দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। এ সময় কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মুরাদ কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী,কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন প্রমুখ নেতৃবৃন্দ মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন