
সিনিয়র স্টাফ রিপোর্টার- সিলেট।।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়- তাৎক্ষণিক ব্যারিষ্টার সালামের অধীনে শেখ খালেদ আহমদ মিনহাজের নেতৃত্বে, পর্তুগাল প্রবাসি জায়েদ আহমেদের বাড়িতে তাউক্ষণিক আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক মিয়া-
পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মকবুল মিয়া- বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মিজান,এছাড়াও বোয়ালজুর ইউনিয়ন যুবদল নেতা বিরাই’শাহ-রামিম-আরশআলী- রাজু মিয়া-সবুজ-আক্কাস- ওয়ার্ড ছাত্রদলের
বদরুল-সায়িদ-শাহিন-জাবেদ-আলামিন-মাজারুল-সাহেদ-রুকন-সবুজ-জামরুল-কামরান-সুহান-জাকির-তাছাড়া ওয়ার্ড বিএনপি নেতা – নুরুল মাষ্টার-
তেরামিয়া-শাকেলা-নিয়ামত-রামিম-মুহিদ-ফয়জুররহমান,রাজুমিয়া, সহ প্রমুখ।