
দৈনিক আজকের বাংলা ডেস্ক
ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্য়ান মিউনিখের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে। মঙ্গলবার রাতে আলিয়েঞ্জ অ্যারেনায় ২-১ গোলের জয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে সিমোনে ইনজাগির দল।
ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে ইন্টার। প্রথমার্ধে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেজ, যিনি নিখুঁত ফিনিশিংয়ে বল জালেই জড়ান।
দ্বিতীয়ার্ধে ফিরে একের পর এক আক্রমণে ইন্টারকে চাপে ফেলে স্বাগতিক বার্য়ান মিউনিখ। অবশেষে ৮০ মিনিটে সমতায় ফেরে বাভারিয়ানরা। গোলটি করেন অভিজ্ঞ জার্মান ফরোয়ার্ড টমাস মুলার, যিনি চলতি মৌসুম শেষে বিদায় নিতে যাচ্ছেন ক্লাব থেকে।
তবে স্বাগতিকদের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পর, ৮৫ মিনিটে দারুণ এক গোল করে ইন্টারকে আবারও লিড এনে দেন দাভিদে ফ্রাত্তেসি।
এই জয় ইন্টার মিলানকে দিয়েছে মূল্যবান অ্যাওয়ে জয়ের স্বস্তি। ১৭ এপ্রিল নিজেদের মাঠে ফিরতি লেগে ড্র করলেই তারা পা রাখবে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চের শেষ চারে।
চমৎকার ম্যাচটা দেখে মনে হলো, সেমিফাইনালের টিকিট কে পাচ্ছে, তার অনেকটাই নির্ধারিত হয়ে গেছে — যদিও ফুটবলে শেষ শব্দ বলা যায় না!