ইসমাইল ইমন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।
বহদ্দারহাট শুলকবহর ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোঃ আবু সৈয়দ ও সেক্রেটারী হিসেবে ডাঃ খালেদ বিন কবির ভূইয়া নির্বাচিত হয়েছেন।
রবিবার সমিতির কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায়
অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে সাধারণ সম্পাদক হিসেবে ডাঃ খালেদ বিন কবির ভূইয়া- অর্থ সম্পাদক হিসেবে আজিজুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মোস্তফা কামাল নির্বাচিত হন।
১৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ আবু সৈয়দ। সহ-সভাপতি পদে যুগ্মভাবে নির্বাচিত হন আলহাজ্ব জাকির হোসেন খান এবং মোর্শেদ খান এরশাদ। যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম মিন্টু।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে মোঃ নাসির উদ্দিন- সাংগঠনিক সম্পাদক হিসেবে দিলীপ চক্রবর্তী এবং সহ-সাংগঠনিক পদে তুষার নির্বাচিত হন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজম- মোহাম্মদ জুয়েল এবং মোহাম্মদ আজিজ।
নবনির্বাচিত কমিটি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। সভাপতি আবু সৈয়দ বলেন- ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং উন্নয়নের লক্ষ্যে সমিতির পক্ষ থেকে আমরা একযোগে কাজ করবো। সাধারণ সম্পাদক ভূইয়া জানান- সকল সদস্যের সমর্থন ও পরামর্শ নিয়ে সমিতিকে একটি কার্যকরী ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করা হবে।