
সাইফুল ইসলাম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা দেড় একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।
১৬জুলাই (বুধবার) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম কে সাথে নিয়ে জঙ্গল চুনতি মৌজার লম্বাঘোনা এলাকায় অবৈধ দখলকৃত বনভূমিতে লেবু কাঁটা জাতীয় বাগান এবং সরকার কর্তৃক নিষিদ্ধ আগ্রাসী প্রজাতি আকাশমনি চারা গাছ প্রায় দেড় একর উচ্ছেদ পূর্বক দেশীয় প্রজাতির চারা রোপণ করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য হলো বন্যহাতির নিরাপদ আবাসস্থল। এই আবাসস্থলে বন্যপ্রাণী চালাচলের পথে বাধা সৃষ্টিকারী লেবু কাঁটা জাতীয় বাগান থাকতে পারবে না। আমরা বন ও পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় রাত-দিন কাজ করছি। আমরা প্রতিনিয়ত অবৈধ দখল দারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দেড়মাসে চুনতিতে প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন, বন ও পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনের জায়গা পুনরুদ্ধার করে যাচ্ছি।বনবিভাগের জায়গা রক্ষায় সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।