
শওকত আলম- কক্সবাজার।।
তারা সকলে পাহাড়ে আগাছা পরিষ্কার ও চারা রোপনের কাজে গিয়েছিলেন। অপহৃতদের মধ্যে বেশির ভাগ রোহিঙ্গা শ্রমিক বলে জানা যায়।
সোমবার -৩০ ডিসেম্বর- সকাল ১০ টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৭ এর মোনাফ গার্ডেন নামক পাহাড়ে কাজ করার সময় এ অপহরণের শিকারের কবলে পড়ে শ্রমিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মো. শেখ এহসান উদ্দিন।
ইউএনও বলেন, টেকনাফের হ্নীলা জাদিমুড়া পাহাড়ে বনবিভাগের চারা রোপন ও আগাছা পরিষ্কার করতে গিয়ে ১৭ জন শ্রমিককে সেখান থেকে ১ দল ডাকাত অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করছেন।
অপহৃতদের মধ্যে আইয়ুব খান -১৮- আইয়ুব আলী -৫০- আনসার উল্ল্যাহ -১৮- আয়াত উল্ল্যাহ -২২- সামছু -৪৫- ইসলাম-২১- সামছু -৪০- ইসমাইল -৩৫- মোহাম্মদ হাসিম -৪০- নূর মোহাম্মদ -২১-
সৈয়দ আমিন -৩০- সফি উল্ল্যাহ-৩০- আইয়ুব -৫০- ও মাহাতা আমিন -১৮- এর নাম পাওয়া গেছে। এছাড়া বনকর্মীদের মধ্যে সাইফুল ইসলাম -২২-সৈয়দ -৫০- ও রফিক বলে জানান ইউএনও।
স্থানীয় রহিম উল্লাহ নামের ১ জন বলেন এ ভাবে পাহাড়ি ডাকাত দলের কাছে অপহরণের শিকার হলে আমাদের বিশেষ করে টেকনাফ বসবাসের অনুপযোগী হয়ে পড়বেন। তিনি আরও বলে টেকনাফে রোহিঙ্গা আসার পর থেকে যে হারে অপহরণ হচ্ছে এ গুলো যদি সরকার যথাযথ ব্যসস্থা না করে অচিরে টেকনাফের মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাবে। আমরা শঙ্কিত জীবন নিয়ে। এক দিকে পাশ্ববর্তী মিয়ানমারের আরকান রাজ্যে সংঘর্ষের গুলাগুলির শব্দের এ পারের -বাংলাদেশের- মানুষ আতঙ্কে অন্য দিকে অপহরণ।