
নাদিম সরকার,
বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ২১ শতক জমি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) লালমনিরহাটের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো: মনজুর হোসেন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারী আজিজুল হক কলেজ ও বগুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মালগ্রাম, সূত্রাপুর মৌজার ২৬টি স্থাপনা উচ্ছেদ করে এসব জমি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। উক্ত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

























