
মোঃ সাগর ঢালী
গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন রাজধানীর সাধারণ মানুষ। সোমবার জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ ও পল্টন এলাকায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে ফেটে পড়েন মুসল্লিরা। মসজিদের উত্তর গেট সংলগ্ন এলাকায় জড়ো হয়ে তারা ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন চারপাশ।
দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হয় জোহরের নামাজ, যা শেষ হয় ১টা ৩০ মিনিটে। নামাজ শেষে মুসল্লিরা উত্তেজিত কণ্ঠে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগান দেন এবং একে একে জড়ো হন মসজিদের উত্তর পাদদেশে। সেখানে তাঁরা ফিলিস্তিনের পতাকা হাতে নেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
সমাবেশে অংশ নেওয়া মানুষজন বলেন, গাজায় যেভাবে নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই নির্মমতা বন্ধে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এদিন দুপুর থেকেই নানা বয়সী ও পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হন বায়তুল মোকাররম প্রাঙ্গণে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিশ্ববাসীকে আহ্বান জানান, ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াতে হবে। মসজিদের আঙিনা তখন রূপ নেয় ক্ষোভ আর প্রতিবাদের মঞ্চে, যেখানে ফিলিস্তিনের জন্য একাত্মতা প্রকাশ করেন হাজারো কণ্ঠ।