মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
তুমি পালকিতে আর আমি খাটিয়ায়
তুমি বাসরে আর আমি কবরে
তুমি যেমন করলে গোসল- আমাকেও তাই দেয়া হলো
তুমি পড়লে রঙিন বসন আর আমি সাদা কাফন
তোমার আয়োজনে খুশির জোয়ার আর আমারটি বেদনার
তোমার জন্য নেকাহের খোৎবা- আমার জন্য জানাজার দোয়া
তুমি আলোকিত ফুল শয্যায়- আমি অন্ধকারে মাটির বিছানায়
তোমাকে সবাই করলো আপন- আর আমাকে দাফন
কি অদ্ভুত মিল- অমিল বিয়ে আর মৃত্যুর মাঝে
ভাবতেই অবাক লাগে- লোম খাড়া হয়ে ওঠে।