
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানার এনায়েতনগর জোড়া পাকার পুল এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মোঃ আকতারা বেগম (৩৭)। তিনি রাজশাহীর গোদাগাড়ী থানার গোবিন্দপুর গ্রামের আজগর আলীর মেয়ে। বর্তমানে তিনি এনায়েতনগর জোড়া পাকার পুল এলাকার সোহেল মিয়ার বাড়ির দোতলায় ভাড়া থাকতেন।স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে আকতারা বেগমকে ঘরের বাইরে দেখা যাচ্ছিল না এবং তার রুম থেকে কোনো সাড়া–শব্দও পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হলে পাশের রুমের ভাড়াটিয়া বাড়ির মালিক সোহেলকে বিষয়টি জানান। সোহেল ঘটনাস্থলে গিয়ে দরজা–জানালা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ফতুল্লা থানা পুলিশকে খবর দেন।পরে খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মোঃ রায়হান নুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় আকতারা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা তদন্তাধীন রয়েছে।

























