কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রিয়াসাদ ফয়সাল (১৯) নামের এক শিক্ষার্থীর সলিল সমাধি হয়েছে।
রোববার (২২ এপ্রিল) দুপুর তিনটায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া এলাকায় নিজেদের পুকুর থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া রিয়াসাদ ফয়সাল পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরীর মেজো ছেলে এবং মেরিন একাডেমির শিক্ষার্থী।
জানা যায়, রিয়াসাদ ফয়সাল পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যান। রোববার দুপুরে তিনি নিজের ভাই ও চাচাতো ভাইদের সাথে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিজেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা দেয়। একপর্যায়ে রিয়াসাদ পানিতে তলিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিয়াসাদের পিতা ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। #