
শাহিন ফকির।।
পিরোজপুর কচা নদীতে নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশ সংরক্ষণে অভিযান-
বৃহস্পতিবার -১৭ অক্টোবর- বিকেলে এই অভিযান পরিচালনা করেন-
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।উপস্থিত ছিলেন-
সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জাহিদুর ইসলাম-
কোস্টগার্ড কর্মকর্তা লেপটেন্যান্ট কমান্ডার মনজুর হোসেন-জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের-অতিরিক্ত পুলিশ সুপার -প্রশাসন ও অর্থ- পিরোজপুর। -পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত-
শেখ মোস্তাফিজুর রহমান- উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুর সদর-মামুনুর রশীদ-জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত-প্রমূখ-
জেলা প্রশাসক বলেন-
আগামী ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ প্রশাসন আরো কঠোর অবস্থান গ্রহণ করবে, যদি কোন অসাধু মৎস্যজীবী নিষেধাজ্ঞা সময়ে মাছ ধরতে নামে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে।