শাহিন ফকির।।
মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে ১৬ ডিসেম্বর দুপুর ১২.০০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার আগত পুলিশ বীর মুক্তিযোদ্ধার সাথে কুশল বিনিময় করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন- এই ইতিহাস এক দিন দুই দিনের নয়- এক বছর দুই বছরের নয়। ব্রিটিশরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে এই ভূমি দখল করে নিয়েছে। জাহাজ ভরে এই দেশের সম্পদ নিয়েছে। সেই ব্রিটিশদের শোষণ থেকে মুক্ত হয়ে আমরা আরেকটি শোষণের মধ্যে পরেছি। সে ছিল পাকিস্তান। সেই একই প্রক্রিয়ায় পাকিস্তান আমাদের সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছিল। তার মূল কারণ হলো তারা আমাদের শোষণ করতে চায়। আমারা বাঙ্গালীরা যখন বুঝতে পেরেছি তখনি যুদ্ধে লিপ্ত হয়েছি। বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং তাদেরকে সংবর্ধনা প্রদান করে আমরা গর্বিত ও আনন্দিত। মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের কাছে আমাদের যে অশেষ ঋণ- তাদের জন্য আমাদের এই আয়োজন সামান্য প্রচেষ্টা মাত্র। মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল পুলিশ সদস্য শহীদ হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি রইল শ্রদ্ধা। এ ধরণের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ২২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধার হাতে সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। এসময় পুলিশ বীর মুক্তিযোদ্ধারা তাদের অনুভুতি ব্যক্ত করেন। পুলিশ সুপার উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের স্ব-স্ব এলাকার মাদক- জঙ্গি- সন্ত্রাসী কার্যক্রম-বাল্যবিয়ে- ধর্ষণ- যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার -প্রশাসন ও অর্থ- শেখ মোস্তাফিজুর রহমান- পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত- ডিআইও-১ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।