পাবনা প্রতিনিধি।।
পাবনার চাটমোহর হান্ডিয়ালে ট্রাক চাপায় উর্মি খাতুন (৭) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় উপজেলা হান্ডিয়াল হাসুপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রী হাসুপুর গ্রামের মুদি দোকান ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের মেয়ে। এছাড়াও নিহত উর্মি হান্ডিয়াল ব্রাইট কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে অধ্যায়নরত ছিল ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু ভর্তি একটি ট্রাক হাসুপুর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল। একইসময় স্কুল ছাত্রী উর্মি বিপরীত দিক থেকে স্কুলে আসছিল।
এ সময় ওই ট্রাকের চাকা গর্তে পড়ে উল্টে গিয়ে গাছের সাথে চাপা পড়ে এসময় ট্রাক ও গাছের চাপায় পড়ে স্কুল ছাত্রী ঘটনা স্থলেই নিহত হয়।
এ ব্যাপারে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি ঘটনা স্থলেই পরে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।