
চঞ্চল:
লালমনিরহাটে ২ জুলাই রাতে পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও আসামী ছিনতাই করে দুর্বৃত্তরা।
এই মামলায় ইতোমধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবার আরও দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম -৪৫- ও দহগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিয়ার রহমান -৩৮-।
এ দুইজনকে গ্রেপ্তারের পর এ নিয়ে মোট একুশজনকে গ্রেপ্তার করলো পুলিশ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান বলেন, “সোমবার রাতে পাটগ্রাম উপজেলার পৌর এলাকায় ও দহগ্রামে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।