এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
সারা দেশের ন্যায় পাইকগাছায়ও চলমান শারদীয় দুর্গাপূজা-২০২৪ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ নিরলস ও অব্যাহতভাবে তদারকি করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে পুজা মণ্ডপের সার্বিক বিষয়ে খোঁজখবর সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীদের সর্বপ্রকার বিশৃঙ্খলা রুখে দিতে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাইকগাছা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডর ক্যাপ্টেন এসবাত হোসেন পলক- সহকারী কমিশনার -ভুমি- মোঃ ইফতেখারুল ইসলাম শামীম- পাইকগাছা থানার ওসি -ভারপ্রাপ্ত- তুষার কান্তি দাশ- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু- পৌরসভা পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান- মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার সহ বিভিন্ন পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য- এবছর পাইকগাছা উপজেলায় মোট ১৩০টি পুজা মণ্ডপে শারদীয় উৎসব উদযাপন করা হচ্ছে। এদিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু এ প্রতিনিধিকে জানান- দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের দুর্গাপূজা উদযাপন করছেন এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা।