
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সেমিনারে উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আব্দুস সামাদের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএসআইআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. অজয় কান্তি মন্ডল ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরাফি-বিন মুবারক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সেমিনারের পাশাপাশি একটি প্রদর্শনী আয়োজন করা হয়, যেখানে কৃষি, মৎস্য, স্বাস্থ্য, পরিবেশ ও দৈনন্দিন জীবনমান উন্নয়নে সহায়ক বিভিন্ন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রদর্শন করা হয়। এসব প্রযুক্তি স্বল্প ব্যয়ে সহজে ব্যবহারযোগ্য হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সম্প্রসারণ ঘটাতে পারলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
সেমিনার পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

























