এম জালাল উদ্দীন,পাইকগাছা
খুলনার দক্ষিণ অঞ্চল জুড়ে চলমান তীব্র শীতে যখন অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা ঠিক সেই সময়ই পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীত বস্ত্র নিয়ে শীতার্তদের দোরগোড়ায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এ উপলক্ষে গত কয়েকদিনের ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার গভীর রাতেও উপজেলার কপিলমুনি- সোলাদানা- চাঁদখালী- রাড়ুলী- গড়ইখালী- লস্কর- গদাইপুর ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রী সহ অসহায় ও হতদরিদ্রের মাঝে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত এ কম্বল বিনামূল্যে বিতরণ অব্যহত রয়েছে।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন- ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন- ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান- উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া- পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ- পিআইও অফিস সহকারী সুমন আল মামুন- সুজয় মিস্ত্রি- মারুফ বিল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।