এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন ও ফিরোজ মোল্লা নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- সোমবার বিকাল চারটার দিকে গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে বিচুলী বেঝাই ইজ্ঞিন ভ্যানকে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল টিভিএস ও প্লাটিনা মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলেন, কয়রা উপজেলার আমাদীর হরিনগর গ্রামের আ:সালাম গাজীর পুত্র মোটরবাইক ভাড়া চালিত মো: হুসাইন -২২-তিনি পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন ও পাইকগাছার মৎস্য আড়ৎ এর শ্রমিক আগড়ঘাটা গ্রামের আবুল শেখের পুত্র রুহুল আমিন -৩০- ও মালত গ্রামের কামরুল মোল্লার পুত্র ফিরোজ মোল্লা -৩০-মারাত্মকভাবে আহত হয়। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পথে আগড়ঘাটা গ্রামের আবুল শেখের পুত্র রুহুল আমিন -৩০- মৃত্যু বরন করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।